Surprise Me!

ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের সুযোগ নেই বিমানবন্দরে || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

রাস্তা পারাপারের কোনো সুযোগ না থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ফুটওভার ব্রিজটি বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে পথচারীদের। ফলে এটি ব্যস্ততম ফুটওভার ব্রিজ হিসেবে পরিচিতি পেয়েছে।<br /><br />মেট্রোরেলের কাজ চলায় বিমানবন্দরের সামনের সড়কের মাঝখানে বসানো হয়েছে দীর্ঘ টিনের বেড়া। এ বেড়া ডিঙিয়ে কারও পক্ষে রাস্তা পারাপার সম্ভব নয়।<br /><br /><br />স্থানীয় ব্যবসায়ীদের মতে, সম্ভবত এটি ঢাকার সবচেয়ে ব্যস্ততম ফুটওভার ব্রিজ। সরেজমিন এলাকাবাসীর সঙ্গে কথা বলে এমন তথ্য মিলেছে।

Buy Now on CodeCanyon